ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ড্র শেষে কে কোন গ্রুপে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৫
বেশ আগে থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শুরু হয়েছে। লাতিন কিংবা এশিয়ান অঞ্চলে জমে উঠেছে এই লড়াই। তবে লম্বা সময় পেরিয়ে গেলেও ইউরোপ অঞ্চলে নেই উত্তাপ। ইউরোপিয়ান দলগুলো ব্যস্ত ছিল নেশন্স লিগের লড়াইয়ে। শেষ পর্যন্ত ২০২৪ সালের ডিসেম্বর মাসে এসে হলো বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ড্র।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে দেখা যাবে ৪৮ দলের বিশ্বকাপ। ইউরোপ থেকে অংশ নেবে ১৬ দেশ। যার জন্য লড়বে ৫৩ দেশ। আর তাদেরই ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে।