মুক্তিযুদ্ধ জাদুঘর: শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন

প্রথম আলো প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫

রাজধানীতে জেঁকে বসেছে শীত। কুয়াশায় ঘোর হয়ে আছে আকাশ। এমনই শীতের দিনে, ৫৩ বছর আগে, ১৯৭১ সালের এই দিনে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল খ্যাতনামা নাট্যকার ও অধ্যাপক মুনীর চৌধুরীকে। তাঁর মতো দেশের সেরা আরও বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে হানাদার পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি জাগিয়ে রাখতে তাঁদের বেশ কিছু নিদর্শন সাজিয়ে রাখা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে।


স্বাধীনতার পরে রাজধানীর রায়েরবাজার ইটখোলাসহ দেশের বিভিন্ন স্থানে গণকবরে শহীদ বুদ্ধিজীবীদের মৃতদেহ পাওয়া যায়। এতেই প্রকাশিত হয় পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্র। স্বাধীনতার পর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৪ ডিসেম্বর দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও