![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734089059-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg)
নারীদের চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া নিষিদ্ধ, আফগানিস্তানে বাড়বে মাতৃমৃত্যুর হার
আফগানিস্তানে মাতৃমৃত্যুর হার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন আফগানিস্তানের রাজধানীতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক নাজমুসামা শেফাজো। শেফাজো জানিয়েছেন, নারীদের শিক্ষার ওপর সাম্প্রতিক নানা বিধিনিষেধ আরোপের কারণে আগামী তিন বা চার বছরের মধ্যে মাতৃমৃত্যুর হার বৃদ্ধি পাবে।
আফগানিস্তানের একটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তালিবান নারীদের চিকিৎসা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যাওয়া নিষিদ্ধ করেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা সারা দেশে প্রশিক্ষণ ইনস্টিটিউটে মিডওয়াইফারি এবং নার্সিং বিষয়ে নারীদের অধ্যয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
মিডওয়াইফ হলেন একজন স্বাস্থ্য পেশাদার, যিনি প্রসবকালীন সময়ে মা এবং নবজাতকের যত্ন নেন। কিন্তু ইতিমধ্যেই প্রসবকালীন মৃত্যুর জন্য বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান।