ইউনকে অভিশংসনই শৃঙ্খলা ফেরোনোর সর্বোত্তম উপায়: বিরোধীদলীয় নেতা
দক্ষিণ কোরিয়ার বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জায়ে-মিউং বলেছেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার সর্বোত্তম উপায় হল প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অভিশংসন করা।
ইউনের স্বল্পকালীন সামরিক আইন জারিকে কেন্দ্র করে শনিবার পার্লামেন্টে অভিশংসন প্রস্তাবে ভোট হওয়ার কথা রয়েছে। তার আগেরদিন শুক্রবার প্রেসিডেন্টের দলের সদস্যদেরকে এই প্রস্তাব সমর্থন করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা মিউং ওই কথা বলেন।
গত ৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ‘রাষ্ট্রবিরোধী শক্তিকে’ সমূলে উৎপাটনের কথা বলে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন। তার এ ঘোষণায় পুরো দক্ষিণ কোরিয়া স্তম্ভিত হয়ে যায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিশংসন
- সামরিক আইন