ঘুষ নেওয়ায় ২০ বছরের কারাদণ্ড চীনের সাবেক কোচের
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯
শুরু থেকেই সত্যটা লুকানোর চেষ্টা করে আসছিলেন লি টাই। কিন্তু শেষ পর্যন্ত সত্যটা আর গোপন রাখতে পারলেন না চীনের অন্যতম সেরা ফুটবলার। ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন চীনের সাবেক মিডফিল্ডার।
যার শাস্তি হিসেবে লিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
চীনের কোচ হওয়ার পর গত মার্চে বাংলাদেশি মুদ্রায় ১১৯ কোটি ৯৪ লাখ টাকা ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি। তার দুর্নীতি নিয়ে বানানো চীনের সরকারি সম্প্রচার টিভি সিসিটিভিকে তিনি বলেছেন, ‘আমি খুবই লজ্জিত। আমার উচিত ছিল সতর্ক থেকে সঠিক পথ অনুসরণ করা।’
চীনের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন লি।
২০০২ বিশ্বকাপের অন্যতম সদস্যও ছিলেন এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০১১ সালে অবসর নেওয়ার পরের বছরে কোচিং যাত্রা শুরু করেন তিনি। ৮ বছর পর জাতীয় দলের কোচ হন তিনি।