শাহ আমানতের কর্মী খুনের নেপথ্যে হুন্ডি, ‘বিরোধ ৩০ লাখ রিয়াল নিয়ে’

ঢাকা পোষ্ট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮

চট্টগ্রামের পতেঙ্গা লিংক রোড এলাকায় শাহ আমানত বিমানবন্দরের কর্মচারী ওসমান সিকদার খুনে তার দুই সহকর্মীর নাম উঠে এসেছে। এ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তারা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেননি। 


পুলিশের অভ্যন্তরীণ একটি সংস্থার তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন চারজন। ঘটনার আগে হুন্ডির ৩০ লাখ রিয়াল নিয়ে ওসমানের সঙ্গে তার প্রতিপক্ষের বিরোধ সৃষ্টি হয়। 


তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওসমান সিকদারসহ সিভিল এভিয়েশনের বেশ কয়েকজন কর্মচারী বৈদেশিক মুদ্রা চোরাচালানের সঙ্গে যুক্ত। সম্প্রতি ওসমানের সঙ্গে ফটিকছড়ির বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে ৩০ লাখ রিয়াল নিয়ে দ্বন্দ্ব হয়। কথা ছিল ওসমান রিয়ালগুলো নিয়ে ইমিগ্রেশন পার হওয়া যাত্রীদের হাতে পৌঁছে দেবেন। কিন্তু ওসমান রিয়ালগুলো সেই যাত্রীদের দেননি। তিনি প্রচার করেন রিয়ালগুলো গোয়েন্দা পুলিশ ছিনিয়ে নিয়েছে।  


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও