ইউটিউবে বৈধভাবে সম্পূর্ণ মুভি দেখার উপায়
বিশ্বের জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে যে শুধু কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখা যায়, তা কিন্তু নয়। এখানে বৈধভাবেই অসংখ্য মুভি ও টিভি শো দেখা যায়। এর জন্য ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই। এসব কনটেন্টের অনেকগুলো বিনামূল্যে দেখা যায়। তবে সেক্ষেত্রে বিজ্ঞাপন দেখাবে। ইউটিউবে যেভাবে পূর্ণদৈর্ঘ্যের মুভি খোঁজা ও বৈধভাবে উপভোগ করা যাবে—
ইউটিউবে মুভি ও টিভি শোর পুরোদস্তুর লাইব্রেরি রয়েছে। যেকোনো ব্রাউজার বা ইউটিউব অ্যাপ থেকে প্লাটফর্মটি চালু করতে হবে। ব্রাউজার থেকে বাম পাশে ‘ইয়োর মুভিস অ্যান্ড টিভি’ ও ইউটিউব অ্যাপে প্রোফাইল আইকন থেকে ‘মুভিস অ্যান্ড টিভি’ অপশন পাওয়া যাবে। এখান থেকে কিনে, ভাড়া নিয়ে বা বিনামূল্যে মুভি দেখা যাবে। বিনামূল্যে কোনো মুভি দেখলে স্বাভাবিকভাবেই কনটেন্টের মাঝে বিজ্ঞাপন দেখতে হবে। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা থাকলে কোনো প্রকার বাধা ছাড়াই আপনার পছন্দের মুভি ও টিভি শোটি উপভোগ করা যাবে। ইউটিউবের মুভি ও টিভি শোর লাইব্রেরি বেশ সমৃদ্ধ। তবে নতুন মুক্তি পাওয়া মুভি বা শো বিনামূল্যে সাধারণত দেখা যায় না। এর জন্য ভাড়া নিতে হয়, নয়তো কিনতে হয়।