তামিলনাড়ুতে হাসপাতালে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৭
ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। অগ্নিকাণ্ডে শিশুসহ কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাজ করেছেন। করেছেন হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজও।