বাশারের পতনে সবচেয়ে বড় বিজয় হলো তুরস্কের
বাশার আল–আসাদের উৎখাত এবং তাঁর মস্কো পলায়নের মধ্য দিয়ে সিরিয়ার প্রায় ৬০ বছরের বাথ–দলীয় শাসনব্যবস্থার অবসান হয়েছে।
সাদ্দাম হোসেনের আগ্রাসনের কালে সিরিয়া ইরানের পক্ষে অবস্থান নিয়েছিল। এর প্রতিদানে ২০১১–১৭ সাল পর্যন্ত সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট ও আল–কায়েদার আক্রমণ মোকাবিলায় বাশার আল–আসাদের সরকারের পাশে দাঁড়িয়েছিল ইরান।
রাশিয়া, ইরান এবং প্রতিরোধের অক্ষ বলে পরিচিত ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সম্মিলিত জোট ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে পরাজিত করেছিল এবং আরব দেশ দুটির সার্বভৌমত্ব রক্ষা করেছিল।
- ট্যাগ:
- মতামত
- সরকার উৎখাত
- উৎখাত