‘৮৪০’ নিয়ে ফারুকীর ফেরা, প্রযোজক তিশা

প্রথম আলো প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪১

রাজনৈতিক স্যাটায়ার নিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ফেরা; চলচ্চিত্রটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা; ‘মেয়র ডাবলু’ চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয়—সব মিলিয়ে দর্শকের সামনে আসছে ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড।


মুক্তির আগে গত বুধবার সন্ধ্যায় ঢাকায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবির প্রিমিয়ার হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে চলচ্চিত্র সমালোচক, অভিনয়শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা ছবিটি উপভোগ করেছেন।


নির্মাণের পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানালাম। খুব আনন্দিত হয়েছি, হলের মধ্যে বারবার হাসির রোল শুনতে পেয়ে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও