হাওরের জীববৈচিত্র্য রক্ষা: স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দিন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪০

কোনোভাবেই হাওরকে ধ্বংস হতে দেওয়া যাবে না বলে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার যে ঘোষণা দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী বলে মনে করি।


প্রশ্ন হলো, হাওরকে রক্ষা করা যাবে কীভাবে? সরকারের কোনো ঘোষণা বা নির্দেশনা এর জন্য যথেষ্ট নয়। হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে হলে সেখানকার বাসিন্দাদের বিকল্প জীবিকার কথাও ভাবতে হবে। তাঁদের মৌলিক অধিকার তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার নিশ্চয়তাও। তাদের পেটে ভাত না দিয়ে পরিবেশ রক্ষার কথা বলা হবে হাস্যকর।


গত মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় হাওর সংলাপ-২০২৪’–এ সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার হাওরাঞ্চলের কৃষক, জেলে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে হাওর এলাকার স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও