ছাপার কাজে দেরি, শুরুতে সব বই পাবে না শিক্ষার্থীরা
রাজধানীর মাতুয়াইল এলাকায় একটি ছাপাখানায় বই ছাপার কাজ চলছে। এর পাশাপাশি চলছে বই বাঁধাইয়েরও কাজ। ছাপাখানার কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে গিয়ে এমন চিত্র দেখা যায়। মুদ্রণ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবদুল কাইয়ুম জানালেন, তাঁরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যবইয়ের ছাপার কাজ শেষ করেছেন। এখন তৃতীয় শ্রেণির পাঠ্যবই ছাপার কাজ চলছে।
প্রতিষ্ঠানটি প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ১৩ লাখ ২৮ হাজারের মতো বই ছাপার কাজ পেয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। শিগগির বাকি বই ছাপার কাজ শেষ হবে বলে আশা করছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।
খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত প্রথম থেকে তৃতীয় শ্রেণির পাঠ্যবই ছাপার অগ্রগতি ভালো। তবে চতুর্থ থেকে নবম-দশম শ্রেণির পাঠ্যবই ছাপা শুরুর জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো পুরোপুরি সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে সব শ্রেণির শিক্ষার্থীর হাতে সব বই দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন, বই পরিমার্জন, আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়াসহ ছাপাসংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিনামূল্যের পাঠ্যবই
- পাঠ্যবই