নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়: ববি হাজ্জাজ
রাজনৈতিক দলগুলো সরকারকে সফল করতে কাজ করছে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, এই সরকার আমাদের সরকার। সরকারের কোনো উপদেষ্টা যখন বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কাজ করছে তখন আমরা ব্যথিত হই। আমরা পরিষ্কার করে বলতে চাই, সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয়। নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক বাংলাদেশের পতাকা অবমাননা এবং বাংলাদেশের বিরুদ্ধে তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কর্তৃক ‘জাতীয় পতাকা প্রদর্শন’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ববি হাজ্জাজ।
তিনি বলেন, আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতীয় আগ্রাসন, ভারতীয় মিডিয়ার তথ্যসন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরির বিরুদ্ধে। জুলাই বিপ্লবে ভারতীয় অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করায় মোদি সরকার ভেবেছে একদিন তাদের বিরুদ্ধেও এমন আন্দোলন হবে। আর এজন্য নিজেদের অনুগত মিডিয়া দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সেসব তরুণদের বিভ্রান্ত করছে।