কিয়েভের এটিএসিএমএস হামলার জবাব মস্কো ‘অবশ্যই’ দেবে

কালের কণ্ঠ রাশিয়া প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০

মার্কিন সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়া মস্কো ‘অবশ্যই’ জানাবে। ক্রেমলিন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে হুমকি দিয়েছিলেন, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানো বন্ধ না করে, তবে রাশিয়া তার নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ দিয়ে কিয়েভের কেন্দ্রে আঘাত হানবে।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ইউক্রেনের বিরুদ্ধে আগের রাতে বিমানঘাঁটিতে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অভিযোগ তোলে। এই ঘাঁটি দক্ষিণ রোস্তভ অঞ্চলের বন্দর নগর তাগানরোগে অবস্থিত।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এদিন সাংবাদিকদের বলেন, ‘একটি প্রতিক্রিয়া অবশ্যই আসবে—যখন ও যেভাবে এটি উপযুক্ত মনে করা হবে। এটি অবশ্যই আসবে।’ তবে তিনি রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানাবে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও