দাম বাড়লেও বাজারে ‘নেই’ বোতলজাত সয়াবিন

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫

সয়াবিন তেলের দাম নির্ধারণের দুই দিন পার হলেও রাজধানীর খুচরা বাজারগুলোতে নতুন দরের সয়াবিন তেল সরবরাহ নেই। সয়াবিন তেলের দাম বাড়ানোর পর খাতসংশ্লিষ্টরা বলেছিলেন, দু-এক দিনের মধ্যেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে।


কিন্তু রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা দোকানগুলোতে বোতলজাত সয়াবিনের সরবরাহ ঠিক হয়নি। যদিও গত সোমবার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি আট টাকা বাড়ানোর ঘোষণা এসেছে।


ব্যবসায়ী ও বিক্রেতারা বলছেন, দুই-এক দিনের মধ্যে নতুন দরের বোতলজাত সয়াবিন তেল বাজারে আসা শুরু করলে সংকট কাটবে।


গতকাল বুধবার দুপুরে রাজধানীর ভাটারা নতুন বাজার, রামপুরা ও গুলশানের কালাচাঁদপুরের বেশ কয়েকজন বিক্রেতা জানান, সয়াবিন তেলের দাম বাড়ার পরও ডিলাররা খুচরা পর্যায়ে বোতলজাত তেল সরবরাহ শুরু করেননি। তবে কয়েকজন দোকনদার জানিয়েছেন, তাদের কাছ থেকে গতকাল বোতলজাত তেলের অর্ডার নিয়েছেন ডিলাররা। বৃহস্পতিবার এসব তেল সরবরাহ করার কথা রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও