You have reached your daily news limit

Please log in to continue


তোতাপাখি তুলে দিল শিশুর নড়বড়ে দাঁত

দারুণ পালক, কৌতুকময় আচরণ ও মানুষের মতো কথা বলার অদ্ভুত ক্ষমতার কারণে সারা বিশ্বের মানুষ এই পাখিকে বেশ পছন্দ করে থাকে। বুদ্ধিদীপ্ত এই পাখি সুন্দরভাবে কথা বলতে পারে, নানা সমস্যার সমাধানে বুদ্ধিও বাতলে দিতে পারে। এই পাখির যে আরও নানা দক্ষতা আছে, সেটা প্রকাশ পেল একটি ভাইরাল ভিডিওতে।

ভিডিওতে দেখা যায়, চীনের ফোশান অঞ্চলে এক কিশোরের হাতে একটি তোতাপাখি। একপর্যায়ে কিশোরটি তার মুখ ‘হা’ করে, এরপর তোতাপাখিকে তার মুখের কাছে নিয়ে আসে। এ সময় তার নড়াচড়া করা একটি দাঁত তুলে দিতে পাখির মুখটা সেই জায়গায় দেয়। খুব দ্রুত ও নির্ভুলভাবে তোতাপাখি কিশোরের নড়বড়ে দাঁতটি তুলে আনে।

তোতাপাখি কিশোরের মুখ থেকে তুলে আনা দাঁতটি কাছের অন্য কারও হাতে দিয়ে দেয়। ভাইরাল এই ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের মুগ্ধ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ডিসকোভার গুয়াংজু নামের এক আইডিতে ভিডিওটি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘তোতাপাখি কি ডেন্টিস্ট (দাঁতের চিকিৎসক) হতে পারে? চীনের জে জিয়াং প্রদেশে মাত্র এক সেকেন্ডে একটি কিশোরের নড়াচড়া করা দাঁত তুলে দিয়েছে তোতাপাখি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন