নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারি : জলি
কালের কণ্ঠ
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৬
ঢালিউডে ফাল্গুনী রহমান জলির আগমন বেশ চমক দিয়েই। বিগ বাজেটের ‘অঙ্গার’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর ‘নিয়তি’ এবং ‘মেয়েটি এখন কোথায় যাবে’ নামে দুটি ছবি মুক্তি পায় তার। ছবিগুলোতে জলির অভিনয় প্রশংসিত হয়েছে।
পাশাপাশি প্রতিটি ছবির গানই দর্শক-শ্রোতারা পছন্দ করেছেন। কাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’। ছবিটিতে অভিনয় করেছেন ফাল্গুনী রহমান জলি। দীর্ঘ সাত বছর পর ছবিটি নিয়ে পর্দায় ফিরছেন তিনি।