![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-11%252F44xv9evr%252FSY9041.jpg%3Frect%3D287%252C0%252C3266%252C2177%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
এই ৭ সত্যিকারের বিলাসিতার কয়টি আপনার জীবনে আছে
বিলাসিতার সঙ্গে জড়িয়ে আছে দামি, নামকরা ব্র্যান্ডের নানা ভোগ্যপণ্য। যেমন লাক্সারি বাড়ি, কোটি টাকার গাড়ি, গুচির ব্যাগ, প্রাডার জুতা, ওমেগা বা রোলেক্সের ঘড়ি, আরমানির সুগন্ধি ইত্যাদি। এসবের ভিড়ে সত্যিকারের লাক্সারি বা বিলাসিতাকে নতুন করে খুঁজে নিতে হচ্ছে। চলুন, চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক সত্যিকারের বিলাসিতার সংক্ষিপ্ত তালিকায়।
১. স্বাস্থ্য
আপনি কি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ? আপনার কাছে জীবনের অনেক ছোটখাটো বিষয়ও জটিল বা সংকটময় মনে হবে তখন, যখন আপনি অসুখে পড়বেন। একবার অসুখে পড়লেই ছোটবেলায় পড়া ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ কথাটির সত্যতা হাড়ে হাড়ে টের পাওয়া যায়।
২. ভালোবাসা
আপনার জীবনে কি সত্যিকারের ভালোবাসা আছে? এমন দুজন বন্ধু আছে, যারা আপনার সর্বতো মঙ্গল চায়? বিপদে পাশে থাকে? ‘জাজ’ করে না? একজন বিশ্বস্ত সৎ জীবনসঙ্গী, সত্যিকারের ভালোবাসা, বিপদের বন্ধু কিন্তু হাতে গোনা।