বিভ্রাটের পর স্বাভাবিক হলো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম
প্রথম আলো
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭
সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কয়েকটি অ্যাপে গতকাল বুধবার বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। তবে ইতিমধ্যে সচল হয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ এখনো এ অ্যাপ পুরোপুরি সচল হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি।
গতকাল বিশ্বজুড়েই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মতো অ্যাপগুলোয় প্রবেশের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন গ্রাহকেরা। এ সময় তাঁরা অ্যাপগুলোয় নতুন কোনো পোস্ট দেখতে পারছিলেন না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মেটা বলেছে, ‘আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ! আমরা সমস্যার ৯৯ শতাংশ কাটিয়ে ওঠার পথে রয়েছি; শুধু শেষ কিছু পরীক্ষা করছি। বিভ্রাটের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে