এ বছর যেসব নাম ছিল গুগল সার্চের শীর্ষে
২০২৪ সালে গুগলে আপনি কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করেছেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে জানতে যদি আপনি গত কয়েক মাসে গুগলে সার্চ করে থাকেন, তবে আপনি একা নন।
প্রতি বছরের মতো এবারও বছরের ট্রেন্ডিং সব অনুসন্ধান নিয়ে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট।
এ বছর গোটা বিশ্বের মানুষ মার্কিন নির্বাচন, সর্বশেষ আইফোন রিলিজের তথ্য, ব্লকবাস্টার বিভিন্ন মুভি রিলিজ, টিকটক ট্রেন্ড ও স্টাইল সম্পর্কিত তথ্য জানতে সবচেয়ে বেশি অনুসন্ধান চালিয়েছে গুগলে।
বিশ্বব্যাপী বছরের সার্চ ট্রেন্ডিং তালিকার শীর্ষে ছিল ক্রীড়া ইভেন্টের বিভিন্ন ঘটনা, যেখানে প্রথম স্থানে রয়েছে, কোপা আমেরিকা, তারপরে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ।
এ বছর মারা গেছেন ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন। তিনি ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং নতুন আইফোন ১৬ সম্পর্কে নানা তথ্য সার্চ তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল সার্চ
- সালতামামি