মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিবির সভাপতির

যুগান্তর প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৩২

ইসলামী ছাত্রশিবিরের প্যাডে একটি কমিটির তালিকা ভাইরাল হয়েছে।  সেখানে দেখা গেছে, অভিনেত্রী পূজা চেরীর নাম রয়েছে। তার নামের সামনে লেখা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক (অমুসলিম শাখা)। তবে শিবিরের প্যাডে মহিলা শাখার ওই কমিটি ভুয়া বলে জানিয়েছেন ছাত্রসংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম।


নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।


মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব! যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবেলা করার চেষ্টা করে থাকে। যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এ রকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে।


সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিবির সভাপতি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও