ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ, বাড়ি ও দোকান ভাঙচুর

প্রথম আলো নগরকান্দা প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ২২:১৯

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়।


আজ বুধবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সঙ্গে উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদারের বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে ইব্রাহিম ও জিন্নাহর সমর্থকেরা সংঘর্ষে জড়ান। দফায় দফায় পাল্টাপাল্টি হামলা চালিয়ে অন্তত ২০টি বসতভিটা ও ১০টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও