গুলেন ব্যারি সিনড্রোম
প্রথম আলো
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৮
গুলেন ব্যারি সিনড্রোম বা জিবিএস খানিকটা অপরিচিত হলেও একটি জটিল রোগ। রোগটি স্নায়ুজনিত, কিন্তু এতে দেহের মাংসপেশি ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে। একপর্যায়ে নড়াচড়া করার সামর্থ্যও হারিয়ে যায়।
যেকোনো বয়সেই জিবিএস হতে পারে। কিন্তু ৩০ থেকে ৩৫ বছর বয়সে এবং নারীদের তুলনায় পুরুষদের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। জিবিএসে আক্রান্ত হলে চিকিৎসা নেওয়ার পর ৮০ শতাংশ রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। তবে ১০ শতাংশ রোগীর কিছু না কিছু শারীরিক দুর্বলতা স্থায়ীভাবে থেকে যায়।