ইন্ডিগোর প্লেনে বোমাতঙ্ক ছড়ান গোয়েন্দা কর্মকর্তা!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৪২
গেল নভেম্বর মাসে ‘ইন্ডিগো’র প্লেনে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। নাগপুর থেকে কলকাতাগামী ওই ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তি মূলত একজন গোয়েন্দা কর্মকর্তা। ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) নাগপুর শাখায় কর্মরত তিনি।
গত ১৪ নভেম্বর ইন্ডিগোর বোমাতঙ্কের ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৮৭ জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন। বোমা আতঙ্ক সামনে আসতেই দ্রুত প্লেনটি ঘুরিয়ে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নেওয়া হয়। সেখানে সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, খবরটি ছিল ভুয়া। এরপরই রায়পুর থেকে অনিমেষ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।