চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া রোগী, বেশি আক্রান্ত শিশু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭
রোটা ভাইরাস আর ঠাণ্ডা আবহাওয়ার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী। তবে আক্রান্তদের অধিকাংশই শিশু।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ঘুরে এ তথ্য জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে (৩ থেকে ১০ ডিসেম্বর) ডায়রিয়া আক্রান্ত হয়ে ২৮৩ রোগী ভর্তি হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ছিলো ৪৩ জনের অধিক রোগী। এরমধ্যে অধিকাংশই শিশু। এছাড়া প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিচ্ছে প্রায় দুই শতাধিকেরও অধিক রোগী।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ডায়রিয়া
- শিশুর ডায়রিয়া