তারেক রহমান কি আসলেই ‘শিগগির’ দেশে ফিরছেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘শিগগির দেশে ফিরবেন’, ‘আগামী মাসে ফিরবেন’, ‘এ বছরের মধ্যে ফিরবেন’, ‘নতুন বছরের শুরুতে ফিরবেন’- এমন আলোচনা সেই ৫ আগস্টের পর থেকেই। দলের সব পর্যায়ের নেতাদের মুখে এখনো শোনা যাচ্ছে এমন আশার বাণী। যদিও লন্ডনে অবস্থান করা তারেক রহমান এ বিষয়ে এখন পর্যন্ত নিজে কোনো কথা বলেননি।


নেতারা গণমাধ্যমে বক্তব্য দিলেও ঠিক কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন- সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কারও কাছেই নেই। তার নামে থাকা সব মামলার নিষ্পত্তি এখনো হয়নি। আইনজীবীরা বলছেন, আইনি প্রক্রিয়া মেনে সব মামলার নিষ্পত্তি হবে। আর নিষ্পত্তি না হলেও তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে আসতে পারেন।


তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের অনুমান, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন।


কবে দেশে ফিরবেন তারেক রহমান?


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি সরাসরি যুক্ত থেকে বক্তব্য রাখলেও দেশে ফেরা নিয়ে এখনো তিনি নিজে কিছু বলেননি। বিভিন্ন মহলে গুঞ্জন, তারেক রহমানের দেশে ফেরার জন্য কূটনৈতিক চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। আবার বলা হচ্ছে, বিদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে একসঙ্গে মা-ছেলে দেশে ফিরবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও