You have reached your daily news limit

Please log in to continue


‘বউ চায়, আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই’

প্রশ্ন: আমার সমস্যাটা একটু আলাদা। আমি কিছুতেই আমার মায়ের সঙ্গে বউকে মিলমিশ করাতে পারি না। আমি ঢাকায় থাকি আর বউ থাকে বাড়িতে। বউ আর মায়ের বনিবনা হয় না। আমার সামর্থ্য নেই বউকে ঢাকায় এনে রাখার। বর্তমান অর্থনৈতিক অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঋণ, নিজের খরচ, সব মিলিয়ে টিকে থাকাই অনেক কষ্টের। আমার আয় সেই তুলনায় কম। তাই বউ চায়, আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই। আমার কাছ থেকে সে অনেক টাকা নেওয়ার জন্য এসব করছে। এখন করণীয় কী?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: আপনার পারিবারিক সমস্যাটি দুই পরিবার বসেই সমাধান করতে পারে। তবে তালাক দেওয়ার প্রসঙ্গ এলে, সে বিষয়ে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে বলা হয়েছে যে তালাক দিতে চাইলে তাকে যেকোনো পদ্ধতির তালাক ঘোষণার পর অন্য পক্ষ যে এলাকায় বসবাস করছে, সে এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের মেয়রকে লিখিতভাবে তালাকের নোটিশ দিতে হবে। সেই সঙ্গে তালাকগ্রহীতাকে ওই নোটিশের নকল বুঝিয়ে দিতে হবে। এখানে প্রশ্ন উঠতে পারে, তালাকের নোটিশটি কত সময়ের মধ্যে পাঠাতে হবে? আইনে বলা আছে, তখনই বা পরবর্তী সময়ে বা যত তাড়াতাড়ি সম্ভব। নোটিশ পাঠানোর কাজটি ডাকযোগেও হতে পারে আবার সরাসরিও হতে পারে। ডাকযোগে রেজিস্ট্রি করে অ্যাকনলেজমেন্ট ডিউ (এডি) সহযোগে পাঠালে ভালো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন