রাজধানীতে পরিবহন নেতা গ্রেপ্তার, বিক্ষোভে সড়কে যানজট

বিডি নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ২৩:১০

রাজধানীতে একজন পরিবহন নেতাকে গ্রেপ্তারের জেরে শ্রমিকদের বিক্ষোভে তেজগাঁও শিল্পাঞ্চল ও মহাখালীসহ আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।


বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তারের পর তারা মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করে।


এতে প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকলে অফিস ফেরত যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা রাত সাড়ে ৮টায় সড়ক ছাড়লেও যানজটের রেশ ছিল ১০টার পরও।


শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার বলেন, সন্ধ্যার দিকে মনিরকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী গণ আন্দোলনের সময় পল্টন থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি তিনি।


তার গ্রেপ্তারের পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তার মুক্তির দাবি জানিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও