You have reached your daily news limit

Please log in to continue


চীনে হাফ ম্যারাথনে অভিনব পুরস্কার গরু, মাছ ও মোরগ

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অভিনব পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে৷ প্রথম বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে গরু। আর তার পরের বিজয়ীরা পাবেন মাছ, রাজহাঁস বা মোরগ।

খেলায় অংশগ্রহণকারীদের আকৃষ্ট করা ছাড়াও স্থানীয় পণ্য উৎপাদন উৎসাহিত করার চেষ্টাতেই এমন ভিন্ন ধর্মী পুরস্কার ঘোষণার এই পদক্ষেপ।

আগামী ২৯ ডিসেম্বরে ‘নং'আন তাইপিংচি আইস অ্যান্ড স্নো’ হাফ ম্যারাথন আয়োজন করা হবে। এই ম্যারাথনের আয়োজকরা উইচ্যাট পোস্টে বলেছেন, এই দৌড়ে পুরুষ এবং নারী চ্যাম্পিয়নদের গরু পুরস্কার দেওয়া হবে। খামারের এই পশুটির বিনিময় মূল্য হবে ৬ হাজার ইউয়ান (৮২৭.৮১ ডলার) ।

দ্বিতীয় স্থান অধিকারী পাবে তাইপিং পুকুর থেকে মাছ এবং একই স্থান থেকে আসা রাজহাঁস, হাঁস ও মোরগ। ম্যারাথনে অন্যান্য অংশগ্রহণকারীদেরকে দেওয়া হবে দশ কেজি (২২ পাউন্ড) চাল এবং গম।

অভিনব পুরস্কর ঘোষণার নোটিশটি চীনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। মঙ্গলবার উইবো প্ল্যাটফর্মে অন্যতম আলোচিত বিষয় হিসাবে স্থান পায় পুরস্কারের এই প্রস্তাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন