ঋণ চেয়েছিল পোলট্রি ব্যবসায়ী, ৩৯,০০০ টাকার দেশি মুরগি খেয়ে নিল ব্যাঙ্ক ম্যানেজার!
পোলট্রির ব্যবসা বাড়ানোর জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিতে চেয়েছিলেন ছত্তিসগড়ের এক ব্যক্তি। এর জন্য তিনি দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজারের। ম্যানেজার তাঁর ঋণ অনুমোদন করতে রাজি হয়েছিলেন, তবে কিছু শর্ত চাপিয়েছিলেন। পোলট্রি ব্যবসায়ীর অভিযোগ, ১০ শতাংশ কাটমানি দাবি করেছিলেন তিনি। সেই সঙ্গে তাঁর আবদার ছিল, দেশি মুরগি খাওয়াতে হবে। ১২ লক্ষ টাকা ঋণ নিতে গিয়ে, ম্যানেজারকে তিনি ৩৯,০০০ টাকার মুরগি খাইয়েছেন বলে দাবি তাঁর। কিন্তু, তারপরও একটি টাকার ঋণ পাননি তিনি।
চাঞ্চল্যকর ঘটনাটি ছত্তিসগড়ের বিলাসপুর জেলার মাস্তুরি এলাকার। পোল্ট্রি ব্যবসা সম্প্রসারণের জন্য এখানকার বাসিন্দা রূপচাঁদ মানহারের বেশ কিছু অর্থের প্রয়োজন। ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন অনুযায়ী, এর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাস্তুরি শাখায় গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন ব্যাঙ্ক থেকে ঋণ পেলে তাঁর পোলট্রি ফার্মে আরও অনেক মুরগি রাখবেন। কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি, তাঁর খামারে মুরগির সংখ্যা বাড়ার বদলে, ব্যাঙ্ক ম্যানেজারের জন্য তাঁর খামারের মুরগির সংখ্যা ক্রমে কমবে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল