'অজব প্রেম কি গজ়ব কাহানি', দুই দম্পতির স্ত্রীকে ‘পরপুরুষ’-এর সঙ্গে 'উদ্ধার' হোটেলে
eisamay.com
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৪
বউ বদল! তবে ইচ্ছাকৃত নয়। নেহাতই চোরাগোপ্তা প্রেম। হোটেল রুমে গিয়ে বমাল ধরা পড়ল দুই যুগল। স্ত্রীকে পরপুরুষের সঙ্গে হোটেলের ঘরে দেখার পর লঙ্কাকাণ্ড। প্রেম তখন ক্ষোভের আগুনে ঝলসাচ্ছে। হাতাহাতি জড়ালেন দুই যুবক। আর সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ার ‘হট টপিক’।
বউয়ের জুতো বর চিনবে না? হোটেল রুমের বাইরে স্ত্রীর হিলতোলা জুতো দেখে চোখ কপালে উঠেছিল স্বামীর। কারণ তিনি তো হেটেলে উঠেছেন প্রেমিকার সঙ্গে। তাহলে বউ কি…? প্রেমিকার উপর থেকে ততক্ষণে মন উড়ে গিয়েছে। কোনওমতে সঙ্গীনিকে ঠেলে ঠুলে হোটেলের ঘরে পুরেই উল্টোদিকের ঘরের দরজায় উঁকি ঝুঁকি খাঁটি গোয়েন্দার মতো।