ইনস্টাগ্রামে ‘প্রেম’, বিয়ে করতে দুবাই থেকে এসে বর শুনলেন কনে ‘নিখোঁজ’

eisamay.com প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৩

বরবেশে দাঁড়িয়ে যুবক। মাথায় লাল পাগড়ি। নাম দীপক। বয়স ২৪। পেশার কারণে দুবাইয়ে থাকেন। সেখানেই শ্রমিকের কাজ করেন। বিশেষ কারণে প্রায় মাস খানেক আগে পাঞ্জাবে এসেছিলেন। উপলক্ষ বিয়ে করবেন। ফুল দিয়ে সাজানো গাড়িতে চেপে শুক্রবার জলন্ধরের মান্ডিয়ালি গ্রাম থেকে মোগা শহরে পৌঁছন। নববধূকে বিয়ে করে নিয়ে আসবেন বাড়ি। কিন্তু দেখা মিলল না ‘হবু স্ত্রী’র। কেন?


বরযাত্রী প্রায় ১৫০ জন। একাধিক গাড়িতে রয়েছেন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন। সকলকে নিয়ে ‘মোগা শহরের বাসিন্দা মনপ্রীত কৌর’কে বিয়ে করার জন্য রওনা দিয়েছিলেন দীপক। মনপ্রীতের সঙ্গে দীপকের আলাপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। তাঁদের দু’জনের প্রায় ‘তিন বছরের সম্পর্ক’। তিন বছর ধরে ইনস্টাগ্রামে ‘প্রেমের সম্পর্ক’-এ থাকার পর জুটিতে বিয়ের সিদ্ধান্ত নেন। ফোনে ফোনেই হয় কথা, এমন কী বাবা-মায়েরও কথা হয় ফোনেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও