১০০ বছরের বর ১০২ বছরের কনে, অনন্য বিয়ে গড়ল বিশ্বরেকর্ড

যুগান্তর প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭

প্রেম নিয়ে খুবই প্রসিদ্ধ ও বিখ্যাত একটি লাইন নিশ্চয়ই শুনেছেন? সেটি হচ্ছে ‘প্রেম অন্ধ’। অর্থ্যাৎ যখন একজন মানুষ সত্যিকারের প্রেমে পড়ে, তখন সে তার সঙ্গী বেছে নেয় শুধুমাত্র বিশুদ্ধ ভালোবাসার ভিত্তিতে। চেহারা, বয়স, ধর্ম এবং বর্ণের মতো সামাজিক বাধা এবং সংজ্ঞার বাছবিচার না করেই। 


প্রেমের এই বিখ্যাত লাইনটিরই যেন বাস্তব প্রতিফলন ঘটালেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক দম্পতি। এই দম্পতি সব সামাজিক রীতিনীতি ভেঙে জীবনের শেষ সময় এসেও বিয়ে করেছেন তাদের প্রিয় মানুষকে। আর এই বিয়েটাই ওই দম্পতিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে দিয়েছে।


কেননা, বিয়ের সময় বরের বয়স ১০০ বছর এবং কনের বয়স ১০২ বছর। পাত্র-পাত্রীর নাম বার্নি লিটম্যান এবং মার্জরি ফিটারম্যান। এর আগে এত বয়স্ক কোনো দম্পতিই বিয়ে করেননি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে