You have reached your daily news limit

Please log in to continue


নতুন মার্সিডিজ গাড়িতে যেসব ফিচার থাকছে

বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা মার্সিডিজ। একের পর এক নতুন মডেলের গাড়ি আনছে বাজারে। নতুন মার্সিডিজ-এএমজি সি ৬৩ এসই পারফরম্যান্স ভি৮ ইঞ্জিন প্রতিস্থাপন করে একটি জটিল ফোর সিলিন্ডার টার্বো পাওয়ারট্রেন সহ হাইব্রিড নিয়ে এসেছে। এটি দ্রুততম ফোর সিলিন্ডার ইঞ্জিন। কিন্তু পেছনে অন্য একটি বৈদ্যুতিক মোটর থাকায় মোট শক্তি ৬৮০বিএইচপি এবং ১০২০এনএম-এ বেড়ে যায়।

মার্সিডিজ সি-ক্লাসে তৈরি সুপারকারের পারফরম্যান্স থাকে। এই গাড়ি ০-১০০ কিলোমিটার ছুটতে ৩.৪ সেকেন্ড সময় নেয়। দেখতে গেলে, নতুন সি৬৩ এসই সুপারকারগুলোকে পেছনে ফেলে দেবে। তবে এর পারফরম্য়ান্স আপনাকে উৎসাহ দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন