উন্নত এআই মডেল এনেছে মেটা

প্রথম আলো প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৪

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের এললামা সিরিজের নতুন জেনারেটিভ এআই মডেল এললামা ৩.৩ ৭০বি উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির জেনারেটিভ এআই বিভাগের ভাইস প্রেসিডেন্ট আহমাদ আল দাহলে এক্সে দেওয়া এক পোস্টে জানান, এই মডেলটি আগের বৃহত্তম মডেল এললামা ৩.১ ৪০৫বির মতোই কার্যক্ষম। তবে এই চ্যাটবটের খরচ অনেক কম।


আল দাহলে বলেন, সর্বাধুনিক প্রশিক্ষণ পদ্ধতির ফলাফল কাজে লাগিয়ে এই মডেল উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছে, যা কম খরচে উন্নত ফলাফল দিতে সক্ষম। তাঁর দেওয়া এক পরিসংখ্যানে দেখা গেছে, এললামা ৩.৩ ৭০বি বিভিন্ন মানদণ্ডে গুগলের জেমিনি ১.৫ প্রো, ওপেনএআইয়ের জিপিটি-৪ও এবং অ্যামাজনের নোভা প্রোকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এমএমএলইউ, যা বিভিন্ন মডেলের ভাষা বোঝার সক্ষমতা মূল্যায়ন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও