প্রথম ম্যাচ নিয়ে যে আক্ষেপ কোচ সালাউদ্দিনের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভালোই ব্যাটিং করেছিল বাংলাদেশ। রান পেয়েছিলেন দলের একধিক ব্যাটারও। তিন ফিফটিতে সেন্ট কিটসে প্রায় ৩০০ ছুঁইছুঁই একটা স্কোর দাঁড় করায় টাইগাররা। তবে বোলারদের ব্যর্থতায় হাই স্কোরিং ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। পরে হারের পর এই ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
সেন্ট কিটসে সেদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। ব্যাটিং নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে সন্তুষ্টি থাকলেও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন ভিন্ন কথা। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ জানালেন অন্তত ২০ রান কম করার কথা।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ব্যাটিং
- ক্রিকেট ম্যাচ