You have reached your daily news limit

Please log in to continue


রিয়াল মাদ্রিদ কি ২৩ বছরের পুরোনো বিব্রতকর ঘটনার পুনরাবৃত্তি রুখতে পারবে

রিয়াল মাদ্রিদ। ‘কিং অব চ্যাম্পিয়নস লিগ’ বা চ্যাম্পিয়নস লিগের রাজা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই মঞ্চে তাদের আধিপত্য রীতিমতো অবিশ্বাস্য। চ্যাম্পিয়নস লিগে রিয়াল এককভাবেই জিতেছে ১৫টি শিরোপা, যা কি না দুইয়ে থাকা এসি মিলানের (৭টি) দ্বিগুণের বেশি। ফলে চ্যাম্পিয়নস লিগ ও রিয়ালকে প্রায় সমার্থকই বলা যায়।

কিন্তু এত দাপুটে দলটা এবার নতুন সংস্করণের চ্যাম্পিয়নস লিগে খুব একটা সুবিধা করতে পারছে না। প্রথম রাউন্ডে এখন পর্যন্ত ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে তারা। পয়েন্ট তালিকায় অবস্থান ২৪ নম্বরে। বলে রাখা ভালো, প্লে–অফ খেলে শেষ ষোলোয় যেতে হলে অন্তত ২৪–এর মধ্যে থাকতেই হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন