আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সংস্কার শেষ পর্যায়ে, গণহত্যায় অভিযুক্তদের বিচার হবে নান্দনিক ভবনে
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারকাজ চালাতে ট্রাইব্যুনালের অবকাঠামোগত বেশ কিছু মেরামত করা হচ্ছে, যা শেষ হওয়ার পথে।
ভবনের মেরামত কাজ শেষ হলে নতুন আঙ্গিকে আগের পুরোনো ভবনে শুরু হবে বিচারকাজ। এতে বিচারিক প্রক্রিয়ায় গতি আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন বিচারক, প্রসিকিউশন, তদন্ত সংস্থা ও আসামিরা পাচ্ছেন নান্দনিক ভবন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গণহত্যা মামলার আসামি সাবেক মন্ত্রিপরিষদের সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ অন্যদের আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। মেরামত করা পুরোনো ভবনে ওই দিন তাদের হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিন ভবনের নতুন এজলাসে বসে বিচারকাজ চলবে।
ট্রাইব্যুনালের (পুরোনো) মূল ভবনের সংস্কারকাজ চলমান থাকায় আপাতত ভবন সংলগ্ন (অস্থায়ী) ট্রাইব্যুনালে চলছে বিচারিক কার্যক্রম।