গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে হারালেন জঙ্গলে
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬
নতুন কোথাও যেতে এখন হরহামেশা গুগল ম্যাপের ব্যবহার হচ্ছে। তবে ভারতের জনপ্রিয় পর্যটন এলাকা গোয়ায় যাওয়ার পথে গুগল ম্যাপ দেখে বিকল্প রাস্তা ব্যবহার করে বিপাকে পড়েছে বিহারের একটি পরিবার।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিহার রাজ্যের ওই পরিবার গাড়ি নিয়ে গোয়ায় যাচ্ছিল। একপর্যায়ে গুগল ম্যাপে দেখানো বিকল্প একটি সড়ক ধরে এগোতে থাকে তারা। কিছু সময় পর ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের খানাপুর তালুকের ভীমগড়ের গহিন জঙ্গলে নিজেদের আবিষ্কার করে পরিবারটি। শেষ পর্যন্ত রাতভর জঙ্গলে কাটানোর পর জরুরি পরিষেবার সদস্যরা তাদের উদ্ধার করেন।
- ট্যাগ:
- জটিল
- গুগল ম্যাপস
- গুগল ম্যাপ নেভিগেশন