কিলিয়ান এমবাপ্পের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। রিয়াল মাদ্রিদে গিয়ে এখনো ধারাবাহিক হতে পারেননি এই ফরাসি তারকা। শুধু গোল করার দিক থেকেই নয়, পারফরম্যান্সেও যেন চিরচেনা সেই এমবাপ্পেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ সমালোচনার মধ্যেও যেতে হচ্ছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।
ছন্দে ফেরার অপেক্ষায় থাকা এমবাপ্পে সম্প্রতি খোলামেলা এক সাক্ষাৎকার দিয়েছেন এক ফ্রেঞ্চ টেলিভিশনকে। সাক্ষাৎকারে মাদ্রিদে তাঁর নতুন জীবন, চ্যাম্পিয়নস লিগ জয়ের আকাঙ্ক্ষা এবং লিওনেল মেসির সঙ্গে সম্পর্কসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন।