You have reached your daily news limit

Please log in to continue


বিদ্রোহীবাহিনীর অস্বাভাবিক গতির কাছেই কি হারলেন আসাদ

মাত্র ১২ দিনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গেলেন বিদ্রোহীরা, দামেস্কে পতন হলো বাশার আল–আসাদের। এত কম সময়ে এই পতন নিয়ে ওই অঞ্চলে নজরদারি করা বিভিন্ন সংস্থা এবং আঞ্চলিক প্রভাবশালীরাও হিসাব মেলাতে পারেনি।

গত ২৭ নভেম্বর নতুন করে আক্রমণ শুরু করার পর সিরিয়ার বিদ্রোহীরা এগিয়েছেন অপ্রতিরোধ্য গতিতে। অভিযান শুরু করার মাত্র চার দিনের মাথায় তাঁরা দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর দখল নিয়ে নেন। সেখান থেকে তাঁরা রওনা দেন আরেক বড় শহর হামার দিকে। আলেপ্পো দখলের সময় বিদ্রোহীদের তেমন কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি বলে জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি সিরিয়ার গৃহযুদ্ধের ওপর নজর রাখে।

হামা দখলের পথে বিভিন্ন সড়কে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই হয়েছিল। কিন্তু আসাদ বাহিনী সেখানেও খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি। বিদ্রোহীরা কয়েক দিক থেকে হামা শহরে হামলা চালান বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সিরিয়ায় এবারের আসাদবিরোধী অভিযানে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। তাদের এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর যোদ্ধারা মূলত পিকআপ ভ্যান ও মোটরবাইকে করে সামনে অগ্রসর হয়েছেন। এটিও তাঁদের দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার একটি কারণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন