সোয়া তিন কোটি ডলার দাম পেল জুডি গারল্যান্ডের রুবি স্লিপার

বণিক বার্তা প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

এল ফ্র্যাঙ্ক বমের একই নামের শিশুতোষ ফ্যান্টাসি উপন্যাস অবলম্বনে ১৯৩৯ সালে মুক্তি পায় হলিউড সিনেমা ‘দ্য উইজার্ড অব ওজ’। এ সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করে অমরতা পেয়েছেন অভিনেত্রী জুডি গারল্যান্ড। শুধু সিনেমা বা অভিনেত্রী নয়, এর সঙ্গে যুক্ত যেকোনো স্মারক এখন মূল্যবান। যেমন সম্প্রতি আইকনিক রুবি স্লিপারের একটি জোড়া নিলামে রেকর্ড ৩ কোটি ২৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। হলিউড স্মৃতিচিহ্নের নিলামের ইতিহাসে এটি সর্বোচ্চ মূল্য। প্রারম্ভিক মূল্যের তুলনায় প্রায় ১১ গুণ বেশি দাম হাঁকেন নিলাম জিতে নেয়া ক্রেতা। জুডি গারল্যান্ড ব্যবহৃত এ জুতা ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়ে গিয়েছিল।


২০১৮ সালের এফবিআইর এক অভিযানে সেই স্মারক উদ্ধার হয়। ভিক্টর ফ্লেমিং পরিচালিত ছবিতে মোট চার জোড়া স্লিপার ব্যবহৃত হয়। নিলামে ওঠা জুতা জোড়া তারই একটি। এ স্লিপারকে আমেরিকান সংস্কৃতির নিষ্কলুষ ও আশার প্রতীক এবং সিনেমার ইতিহাসের অন্যতম প্রিয় নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। নিলামে প্রস্তাবিত মূল্য ছিল সাড়ে ১৫ লাখ ডলার। এরপর ২৫ জন ক্রেতার অংশগ্রহণে দ্রুত ৩ কোটি ২৫ লাখ ডলারে পৌঁছায়। জুডি গারল্যান্ডের এ জুতা জোড়ার আগের সংগ্রাহক ছিলেন মাইকেল শো। তিনি জুডি গারল্যান্ড মিউজিয়ামে প্রদর্শনীর জন্য ধার দিয়েছিলেন। ওখান থেকেই দুর্ধর্ষ চুরির পর কয়েক বছর অন্তরালে ছিল রুবি স্লিপার। বলা হয়ে থাকে, রুবি স্লিপারের চুরি থেকে উদ্ধার পর্যন্ত অসাধারণ যাত্রা হলিউড ইতিহাসের অংশ হিসেবে রয়ে গেছে। এ নিলামে ‘দ্য উইজার্ড অব ওজ’ থেকে আরো স্মারক বিক্রির জন্য রাখা হয়। ২০ লাখ ডলারে বিক্রি হয়েছে উইকেড উইচের টুপি। জুডি গারল্যান্ড অভিনীত চরিত্রের নাম ছিল ডরোথি গেল। তার পরা উইগ ৩০ হাজার ডলার এবং তার বাড়ির স্ক্রিন ডোর ৩৭ হাজার ৫০০ ডলার দাম পেয়েছে। খবর সিএনএন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও