বর্তমানে পৃথিবীর ৪৬০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন ইনটেলিজেন্সের (জিএসএমএ) সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে আসে। জরিপের তথ্যানুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। খবর রেস্টঅবওয়ার্ল্ড।
গত নভেম্বরে প্রকাশিত প্রতিবেদন বলছে, ২০১২ সালে যখন ফেসবুকে ১০০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়, প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছিলেন, ‘আর ১০০ কোটি ব্যবহারকারী যোগ হওয়ার বড় কারণ হবে মোবাইল।’