অনলাইনে কেনাকাটার পর ‘টার্গেটেড অ্যাড’ এড়ানোর উপায়

বণিক বার্তা প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৩

টার্গেটেড অ্যাড হলো এমন বিজ্ঞাপন, যা ডিভাইস ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি, সার্চ বা আগ্রহের ওপর ভিত্তি করে দেখানো হয়। যেমন কেউ যদি কোনো ওয়েবসাইটে গিয়ে জুতা সার্চ করে দেখে, তাহলে অন্য ওয়েবসাইটেও এমনকি সোশ্যাল মিডিয়াগুলোও তাকে জুতার বিজ্ঞাপন দেখাতে শুরু করতে পারে। এসব টার্গেটেড বিজ্ঞাপন অনেক সময় বিরক্তিকর মনে হতে পারে। যদিও অনলাইন জগৎ থেকে এগুলো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে ব্যবহারকারী চাইলে কিছু পদক্ষেপ নিয়ে এ বিজ্ঞাপনগুলোর প্রভাব কমাতে পারেন।


ব্রাউজারের কুকি ও ক্যাশে পরিষ্কার করা


কুকি হলো ছোট টেক্সট ফাইল, যা ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারে সংরক্ষণ করে। এটি সাইটের আগের কার্যকলাপ বা সেটিংস মনে রাখে, যেমন লগইন তথ্য, পছন্দের ভাষা বা কোন পণ্য সার্চ করা হয়েছে। ক্যাশে হলো একটি অস্থায়ী স্টোরেজ, যেখানে ওয়েবসাইট ছবি, স্ক্রিপ্ট বা অন্যান্য ফাইল সঞ্চয় করে। ফলে পরবর্তী সময়ে আবার সে সাইটে গেলে পেজটি দ্রুত লোড হয়। এটি এড়াতে এগুলো নিয়মিত ‘ক্লিয়ার’ করে রাখা ভালো। ব্রাউজারের সেটিংসে গিয়ে প্রাইভেসি সেকশনে ব্রাউজিং ডাটা যেমন কুকি ও ক্যাশে পরিষ্কার করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও