শীতকালীন সর্দি-কাশি-হাঁচি-জ্বর : অধিক ঝুঁকিতে শিশুরা
বণিক বার্তা
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২
এসে গেল শীতকাল। ঋতু পরিবর্তনের এ মৌসুমে শিশুরা নানা রকম ঠাণ্ডা, কাশি, সর্দি, হাঁচি, জ্বর ইত্যাদি উপসর্গে আক্রান্ত হচ্ছে। শীতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, বাড়ে ধুলাবালির উপদ্রব। এ সময় শিশুরা ব্রংকিওলাইটিস, অ্যাজমা (অ্যালার্জিজনিত), নিউমোনিয়া রোগে বেশি আক্রান্ত হয়। সর্দি-জ্বর দ্রুত সেরে গেলেও কাশি সহজে সারে না।
ব্রংকিওলাইটিস
শীত ও বর্ষাকালে শিশুরা যে সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভোগে তা বেশির ভাগই নিউমোনিয়া নয়। অধিকাংশ ক্ষেত্রেই এটি আরএস ভাইরাসজনিত ব্রংকিওলাইটিস। তবে অনেকেই একে নিউমোনিয়া ভেবে ভুল করেন। দুই বছরের কম বয়সী শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। ব্রংকিওলাইটিসে আক্রান্ত শিশুকে বাসায় রেখেই চিকিৎসা করা যায়। তবে আক্রান্ত শিশুকে সুস্থ শিশুদের থেকে দূরে রাখতে হবে।