You have reached your daily news limit

Please log in to continue


দাঁতে ব্যথার কারণ ও প্রতিকার

দাঁতে ব্যথার প্রধান কারণগুলো দাঁতের ক্ষয়, মাড়ির রোগ, দাঁতের শিকড়ে সংক্রমণ, দাঁতের ফাটল, সেনসিটিভিটি এবং দাঁতে আঘাত। এ ছাড়া, অপর্যাপ্ত দাঁত ব্রাশিং, বেশি মিষ্টি খাবার এবং অতিরিক্ত চাপ ও ব্যথার কারণ হতে পারে।

দাঁতে ব্যথার কারণ:

দাঁতের ক্ষয়: দাঁতে গর্ত হওয়া, যা গভীর হলে ব্যথা সৃষ্টি করে।

মাড়ির রোগ: মাড়ি ফুলে যাওয়া বা ইনফেকশন।

দাঁতের শিকড়ে সংক্রমণ: শিকড়ে ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণ।

সেনসিটিভিটি: গরম বা ঠান্ডা খাবারে দাঁত সেনসিটিভ হয়ে ব্যথা করা।

ক্র্যাকড টুথ: দাঁত ফাটলে বা চিড় ধরলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন