টি–টোয়েন্টি সিরিজেও থাকছেন না হৃদয়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই তাওহীদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক জানিয়েছেন, কুঁচকির চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগবে হৃদয়ের। বিসিবি নির্বাচকদের তাই হৃদয়কে ছাড়া দল গঠন করতে হচ্ছে।
জাতীয় লিগে ফুটবল খেলতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিলেন হৃদয়। সার্জনের পরামর্শ অনুযায়ী এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি। বাংলাদেশের এই তরুণ ব্যাটারের বিকল্প খুঁজতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। হৃদয়ের মতো নাজমুল হোসেন শান্তও নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
শান্ত আজ ফিটনেস পরীক্ষা দেবেন। পরীক্ষায় পাস করতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকার সম্ভাবনা তাঁর রয়েছে।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- টি টোয়েন্টি