মিরাজের বিদায়, দুইশ ছাড়াল বাংলাদেশের রান
টসের সময় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ওয়ার্নার পার্কের উইকেটে ২৮০ রানই লড়াইয়ের জন্য যথেষ্ট হবে। এখন সে পথেই এগোচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৫ উইকেটে ২০০ রান তুলেছে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ রানের মধ্যে দুই উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সৌম্য সরকার ১৯ এবং লিটন দাস ২ রানে সাজঘরের পথ ধরেন। তবে তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ।
৬০ বলে ৬০ রান করে আলজারি জোসেফের বলে তানজিদ ফিরলে ভাঙে এই জুটি। তবে আফিফকে নিয়ে বড় স্কোর গড়ার লক্ষ্যে ছুটতে থাকেন অধিনায়ক মিরাজ। ৭১ বলে ফিফটি তুলে নিয়ে তিন অঙ্কের দিকে ছুটতে থাকেন তিনি। তবে জেডেন সিলসের বলে ৭৪ রানে থামতে হয় তাকে।
সিলসের বলে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে উল্টো শর্ট এক্সট্রা কাভারে শেরফান রাদারফোর্ডের তালুবন্দি হন বাংলাদেশ অধিনায়ক।