You have reached your daily news limit

Please log in to continue


সিরিয়ায় হুমকির মুখে রুশ ঘাঁটি, দামেস্কে ইরানি দূতাবাসে হামলা

সিরিয়ায় বিদ্রোহীদের বিদ্যুৎগতির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে তার মিত্র রাশিয়া ও ইরানের প্রভাব-প্রতিপত্তিও বড় ধরনের ধাক্কা খেয়েছে।

সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যে মস্কোর উপস্থিতি হুমকির মুখে পড়েছে। হামলার কবলে পড়েছে রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসও।

ইরানের গণমাধ্যম দামেস্কের দূতাবাসে হামলা হওয়ার খবর জানিয়েছে। আরবি সংবাদ সংস্থা আল আরাবিয়ার প্রকাশিত ভিডিওতে, দূতাবাস ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

ভবনের জানালা ভাঙা এবং ঘরের ভেতরে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকার দৃশ্যও দেখা গেছে।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, ভবনের দেয়ালে ইরানের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেমানি এবং হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ছবির বড় একটি ব্যানার হামলাকারীরা ছিঁড়ে ফেলছে।

অন্যদিকে, সিরিয়ায় অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ রুশ সামরিক স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন রুশ যুদ্ধবিষয়ক ব্লগাররা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন