আসাদের প্রধানমন্ত্রী বললেন, বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতন ঘটেছে। দেশ ছেড়ে অজ্ঞাত গন্তব্যে পালিয়েছেন তিনি। তবে রাজধানী দামেস্কেই আছেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তাঁর হাতে।
আল-জালালি বলেছেন, ‘আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি। তারাও হাত বাড়িয়েছে। দৃঢ়ভাবে বলেছি যে তারা এই দেশের কারও ক্ষতি করবে না’।
আল-জালালি আরও বলেছেন, বাড়ি কিংবা দামেস্ক ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। সেই সঙ্গে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলমান থাকার বিষয়ে নিশ্চয়তা চান তিনি।
সিরিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে যৌক্তিকভাবে এবং দেশের জন্য চিন্তা করার আহ্বান জানাই।’তিনি সাধারণ মানুষের প্রতি সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি এক বিবৃতিতে বলেন, দামেস্কে অবস্থানরত সব বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করতে নিষেধ করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পতন
- প্রেসিডেন্ট
- বিদ্রোহী বাহিনী